ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ২৭ মার্চ ২০২৫
মোদিবিরোধী আন্দোলনে নির্বিচারে হত্যা ও আলেম নিপীড়নের দায়ে হাসিনা ও মোকতাদিরকে জনগণের আদালতে ফাঁসি দিতে হবে
বুধবার ২৬ মার্চ, রাতে জেলা শহরের প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ ও মানববন্ধনে এসব কথা বলা হয়।
বক্তারা বলেন, এই কুখ্যাত, বর্বর, রক্তখেকো, পাষন্ড খুনি মোকতাদির এমন কোনো নিপীড়ন নাই যা আমাদের উপর করেনি।
সে আমাদের প্রাণের জামিয়াকে ক্ষত-বিক্ষত করেছে। আমাদের ভাই হাফেজ মাসুদকে খুন করেছে। মোদি বিরোধী আন্দোলনে আমাদের তরতাজা ১৭টি প্রাণ কেড়ে নিয়েছে। নির্বিচারে বি-বাড়িয়ার শত শত আলেম-ওলামা ও জনসাধারণকে মিথ্যা মামলার মাধ্যমে জেলে বন্দী করেছে। আরও বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে। আমরা আমাদের ভাইদের বদলা হিসেবে খুনি মোকতাদিরের ফাঁসির রায় অতিদ্রুত বাস্তবায়নের সর্বোচ্চ দাবি জানাচ্ছি।
বক্তারা মোকতাদিরের সহযোগী ও যারা বিভিন্ন হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান।
অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেয়া হয় বিক্ষোভ থেকে।
হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাফেজ মাও: আবু বকরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-সম্পাদক মাও: ইয়াছিন আরাফাত বিরাসারী, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রবাসী কল্যাণ সম্পাদক হা. মাওলানা সফিউল্লাহ সাদেকী, হেফাজত নেতা হাফেজ মুফতি আব্দুল্লাহ কাফি, হেফাজত নেতা হাফেজ মাওলানা ইসহাক আল মামুন, মাও: আমিন বিন আব্দুল খালেক, হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ আজিজী এবং বৈষম্য বিরোধী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
কা/ত/মা
One Response
Rattling good information can be found on web site. “Politics is applesauce.” by Will Rogers.