নিউজ ডেস্ক, ৮ এপ্রিল, ২০২৫ : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোন হজ এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না।
আজ দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার অনুরোধ দাখিল ও সে অনুরোধ অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজযাত্রীদের সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা আছে। হজযাত্রীদের প্রতি কিছু হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমের ১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি।’
তিনি আরও বলেন, কোন এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোন হজযাত্রী যদি হজ করতে না পারে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এর দায় কোনোভাবেই ধর্ম মন্ত্রণালয় বহন করবে না।
ড. খালিদ বলেন, এ বছর সরকারি মাধ্যমে নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য সকল ধরনের আনুষ্ঠানিকতা অনেক আগেই সম্পন্ন করা হয়েছে। এখন তাদের ভিসার কার্যক্রম চলমান রয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়া ও পরিবহণ চুক্তি করার জন্য হজ অফিস, জেদ্দা ও ধর্ম মন্ত্রণালয় হতে হজ এজেন্সিগুলোকে মোট ৮টি পত্র ও অসংখ্যবার ক্ষুদে বার্তা দেওয়া হয়েছে। অনলাইনে জুম প্ল্যাটফর্মে বেশকিছু সভা করা হয়েছে। এছাড়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় প্রতিদিনই এ সংক্রান্ত নানা তাগিদ দেওয়া হচ্ছে।
তিনি হজ এজেন্সিগুলোকে সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে সকল কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে এ বছর সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী হজ পালন করবে।
আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইটে হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করবে।
এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক ও ধর্ম সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কা/ত/মা
One Response
Nice read, I just passed this onto a colleague who was doing some research on that. And he just bought me lunch because I found it for him smile Thus let me rephrase that: Thanks for lunch! “A human being has a natural desire to have more of a good thing than he needs.” by Mark Twain.