শুক্রবার, সকাল ৭:০১
৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সহযোগিতায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করবো— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে (৮ মে) দিনাজপুর জেলা প্রশাসনের বাইরে সাবেক রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মতবিনিময় সভা শেষে বের হলে বিক্ষোভকারীরা নানা ধরণের স্লোগান দিতে থাকেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনাটি আমার অগোচরেই ঘটেছে। এটি ঘটা উচিত হয়নি। এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শুধু প্রতিশ্রুতি নয় আমরা অ্যাকশনেও যাচ্ছি।

 

প্রসঙ্গত, গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়েন। এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়েন তিনি।

 

সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনায় একটি মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *