বৃহস্পতিবার, সকাল ১১:০৫
৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

দোয়ার মাধ্যমে শেষ হলো হেফাজতের মহাসমাবেশ

দোয়ার মাধ্যমে শেষ হয়েছে চার দফা দাবিতে ডাকা হেফাজতে ইসলামের মহাসমাবেশ। মহাসমাবেশের সমাপ্তি ও দোয়া পরিচালনা করেন সংগঠনটির আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শনিবার দুপুর সোয়া ১টায় দোয়ার মাধ্যমে এই মহাসমাবেশ শেষ হয়। নারী সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশ করে সংগঠনটি।

এর আগে, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দুই দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আছে- নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা ও ২৩ মে বাদ জুমা চার দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা।

দেশের বিভিন্ন স্থান থেকে মহাসমাবেশ উপলক্ষে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশ স্থলে আসেন। সকাল ৯টায় সমাবেশ শুরু হবার কথা থাকলেও নেতাকর্মীরা ফজরের নামাজের পর থেকেই আশা শুরু করেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে উঠেছিল সমাবেশস্থলসহ আশেপাশের এলাকা।

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *