বৃহস্পতিবার, সকাল ৬:৪৭
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

দেশে ফিরছেন খালেদা জিয়া : পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দলটির আবেদনে এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে দেশে ফেরানোর প্রস্তুতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লন্ডনে চিকিৎসা শেষে এখন বড় ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন। বিএনপি নেতারা জানিয়েছেন, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য থেকে বেগম খালেদা জিয়ার ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরাতে সরকারের কাছে আবেদন করে বিএনপি।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাকে নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলে চিকিৎসা।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

Facebook

৩ Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *