মঙ্গলবার, সকাল ৬:২৫
১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি,

দেশে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্কতা জারি

করোনার প্রতীকী ছবি


দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে মহামারি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। সর্তকর্তা জারি করা হয়েছে বিমানবন্দর ও স্থলবন্দরে। বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বছর পাঁচেক আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারি ফের নতুন রূপে দেখা দিচ্ছে।

 

স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ ও এনবি ১.৮.১- এর সংক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে।

বিশেষ করে ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এরইমধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করারও নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা দেশের মাটিতে পা রাখছেন তাদেরও করা হচ্ছে স্ক্রিনিং।

তবে বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে কিছুটা ক্ষোভ দেখা যায়। তারা বলছেন, ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের ভূমিকা আরও সচেষ্ট হওয়া উচিত।

 

করোনা সংক্রমণ প্রতিরোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

দেশে করোনা সংক্রমণের ভয়াবহতা এড়াতে বিমানবন্দরের পাশাপাশি বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে আসা যাত্রীদের করোনা উপসর্গ আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানা গেছে।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *