পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এতে গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম বর্গফুট প্রতি বাড়ানো হয়েছে পাঁচ টাকা। আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে দুই টাকা করে।
রোববার (২৫ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চামড়ার নতুন দর ঘোষণা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা জানান, এছাড়া ঢাকায় গুরুর চামড়া প্রতিপিস ১৩৫০ টাকার নিচে কেনা হবে না এবং ঢাকার বাইরের চামড়া ১১৫০ টাকার নিচে কেনা হবে না।
গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া রফতানিসংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি প্রত্যাহার করেছে সরকার।
কা/ত/মা
১৪ Responses
https://shorturl.fm/j3kEj
https://shorturl.fm/m8ueY
https://shorturl.fm/68Y8V
https://shorturl.fm/5JO3e
https://shorturl.fm/FIJkD
https://shorturl.fm/bODKa
https://shorturl.fm/68Y8V
https://shorturl.fm/bODKa
https://shorturl.fm/m8ueY
https://shorturl.fm/FIJkD
https://shorturl.fm/N6nl1
https://shorturl.fm/N6nl1
https://shorturl.fm/5JO3e
https://shorturl.fm/bODKa