মঙ্গলবার, রাত ১:২৬
১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

তেলের দাম বৃদ্ধিতে জেএসডির প্রতিবাদ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির লোগো।


বাংলাধ্বনি নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল ২০২৫ | ভোজ্যতেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

বুধবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় দলটির নেতারা।

 

বিবৃতিতে নেতারা বলেন, নতুন করে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ নতুন করে আর্থিক চাপে পড়বে। অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে যা জনগণ প্রত্যাশা করে না। এছাড়া রমজান মাসে দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে থাকায় অন্তর্বর্তী সরকার জনমনে স্বস্তি আনলেও তেলের দাম বৃদ্ধিতে সেটিতে আবার বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জনগণের মতামতকে উপেক্ষা করে বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করুক তা দেশের জনগণ চায় না। সেজন্য সরকারকে আরও সজাগ থাকতে হবে। বিবৃতিতে তারা তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

 

-কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *