প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আপনাদের মান-অভিমানে যেন দেশের মানুষের স্বপ্ন ফিকে হয়ে না যায়।
শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
মাওলানা মামুনুল হক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা বক্তিগত মান অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।’
এ সময়ে ক্ষমতা নিয়ে মারামারি হানাহানি করা সমীচীন হবে না উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।’
মামুনুল হক বলেন, ‘একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’
এ সময় তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন।
সেইসাথে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানান।
সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকে শেষ হয়।
হেফাজতের দাবিগুলোর মধ্যে রয়েছে–– নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাইসহ সকল ঘটনার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর গণহত্যা বন্ধের দাবি।
কা/ত/মা
১১ Responses
Very good partnership https://shorturl.fm/9fnIC
Good https://shorturl.fm/j3kEj
Very good partnership https://shorturl.fm/9fnIC
Good partner program https://shorturl.fm/m8ueY
Good partner program https://shorturl.fm/N6nl1
Good partner program https://shorturl.fm/m8ueY
Very good partnership https://shorturl.fm/68Y8V
Very good https://shorturl.fm/TbTre
https://shorturl.fm/N6nl1
https://shorturl.fm/XIZGD
https://shorturl.fm/a0B2m