শনিবার, দুপুর ১:২৪
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। ট্রাম্পের নেওয়া সাম্প্রতিক কিছু নীতির প্রতিবাদে শনিবার একযোগে দেশটির ৫০ রাজ্যে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, আন্দোলনটির নাম ছিল “৫০৫০১”— অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যে ৫০টি প্রতিবাদ, একটাই আন্দোলন।

আমেরিকার স্বাধীনতাযুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অনেককে ‘নো কিংস’ (No Kings) লেখা পোস্টার হাতে দেখা যায়, যেটা ব্রিটিশ রাজতন্ত্রবিরোধী আমেরিকান বিপ্লবের প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 

হোয়াইট হাউস, টেসলা গাড়ির বিক্রয়কেন্দ্রসহ বহু শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেন মার্কিনরা। বিক্ষোভে সবচেয়ে বড় ইস্যু ছিল ট্রাম্পের অভিবাসননীতি।

বিক্ষোভকারীরা ভুলক্রমে এল সালভাদরে নির্বাসিত কিলমার আবরেগো গার্সিয়াকে ফেরত আনার দাবি জানান। 

এদিকে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। গ্যালাপের সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৪৫ শতাংশে, যেখানে গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে এই হার ছিল ৪৭ শতাংশ। একই সময়ে ১৯৫২ থেকে ২০২০ পর্যন্ত যেকোনো প্রেসিডেন্টের গড় প্রথম কোয়ার্টার জনপ্রিয়তা ছিল ৬০ শতাংশ।

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *