শনিবার, দুপুর ২:৪৯
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি

নিউজ ডেস্ক, ২৬ মার্চ ২০২৫ 

 

পবিত্র ঈদুল ফিতরে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পরপর পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

 

বুধবার ২৬ মার্চ, ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

 

প্রথম জামাত :

সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রথম জামাত। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান।

 

 

দ্বিতীয় জামাত : 

সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত। ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।

 

 

তৃতীয় জামাত : 

সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের তৃতীয় জামাত। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

 

 

চতুর্থ জামাত :

সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের চতুর্থ জামাত। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক (অনুবাদ ও সংকলন বিভাগ) মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আলাউদ্দীন।

 

সর্বশেষ জামাত :

সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের পঞ্চম ও সর্বশেষ জামাত। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. রুহুল আমিন।

 

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঈদের পাঁচ জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মাদ জাকির হোসেন।

 

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *