যুব মজলিসের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশব্যাপী দাওয়াতী মিছিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ২৯ মে, বিকেলে ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দাওয়াতী মিছিল কর্মসূচী পালন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
ঢাকা মহানগর উত্তরের দাওয়াতি মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান বলেন,
“বর্তমানে সংস্কারের নামে গঠিত কমিশনগুলোতে আলেম-উলামাদের উপেক্ষা করা হচ্ছে এবং ইসলামী মূল্যবোধকে বিবেচনায় না নিয়ে সংস্কারের নামে যা করা হচ্ছে, তা প্রকৃত পরিবর্তন আনতে ব্যর্থ। যদি সত্যিকার সংস্কার চাই, তাহলে অবশ্যই ইসলামী নীতিমালাকে ভিত্তি করেই তা করতে হবে।”
বক্তব্যের সুচনায় তিনি বলেন “আল্লাহ তাআলা মানুষকে তাঁর খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই খেলাফতের দায়িত্ব হলো আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। কীভাবে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে হয়, কীভাবে বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করে সাম্য ও শান্তি আনা যায়—তা পবিত্র কুরআন এবং রাসুলুল্লাহ (সা.)-এর ২৩ বছরের সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাই প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা। মানবতার মুক্তির জন্য ইসলামী খেলাফত ব্যবস্থাই একমাত্র সমাধান।”
আমাদের বক্তব্য স্পস্ট, আমরা কুরআনী শাসন চায়, সকল ক্ষেত্রে ইসলামী বিধানের প্রয়োগ দেখতে চাই।
এসময় তিনি আরও বলেন, আমরা প্রতিষ্ঠাবার্ষিকীকে আনুষ্ঠানিক উৎসব নয়, বরং প্রতিজ্ঞার দিন হিসেবে পালন করি। আজ এই দিনে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিচ্ছি— বিগত দিনের ন্যায় ইনশাআল্লাহ, ইসলাম, দেশ-জাতি ও মানবতার কল্যানে আমরা নিরলসভাবে কাজ করবো।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ শে মে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে যাত্রা শুরু করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আদর্শ ও দেওবন্দী চেতনার ভিত্তিতে আগামী প্রজন্মের নেতৃত্ব, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামো গড়ে তুলে দেশ, মানবতা ও ইসলামের পক্ষে কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল এই সংগঠন ৷
যুব সমাজকে তাগুতি ও কায়েমী শাসন ব্যবস্থা, ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ (২৯ মে ২০২৫ ঈ.) বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী, ময়মনসিংহ জেলা উত্তর ও দক্ষিণ, টাংগাইল, গোপালগঞ্জ, গাইবান্ধা, কিশোরগঞ্জ, ফরিদপুর, শেরপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঝিনাইদহ, যশোর, বগুড়া, নোয়াখালী, মানিকগঞ্জ, দোহার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া , সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, শিবচর, মাধপপুর, জগন্নাথপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় দাওয়াতী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কা/ত/মা
১২ Responses
https://shorturl.fm/f4TEQ
https://shorturl.fm/fSv4z
https://shorturl.fm/DA3HU
https://shorturl.fm/f4TEQ
https://shorturl.fm/TDuGJ
https://shorturl.fm/fSv4z
https://shorturl.fm/DA3HU
https://shorturl.fm/xlGWd
https://shorturl.fm/47rLb
https://shorturl.fm/47rLb
https://shorturl.fm/hQjgP
https://shorturl.fm/retLL