১২ মে ২০২৫ সোমবার রাজধানীর পুরানা পল্টনস্থ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জুলাই যোদ্ধা হাসানাত আব্দুল্লাহর একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাসমূহ ভুলে গিয়ে সামনের দিনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
ইসলাম আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর সাথে এসময় ফোনালাপ হয় হাসানাত আব্দুল্লাহর। নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দেন পীর সাহেব চরমোনাই। শাহবাগে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ডা. মাহমুদা মিতু ফোনকলে কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ এর কাছে দুঃখ প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, সহ-সভাপতি মুনতাছির আহমাদ, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, মাওলানা সাইমুম সাদী, মাওলানা বদরুজ্জামান, এনসিপি নেতা আশরাফ মাহদী, সানাউল্লাহ খান, হাছিব আর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, খায়রুল আহসান মারজান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার প্রমুখ।