শুক্রবার, রাত ৪:২৬
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল 

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ইনসাইড দ্যা হারামাইনের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে তার নিজস্ব বাসস্থানে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। তারা মৃত ব্যক্তির পরিবার, সৌদি জনগণ ও পুরো ইসলামিক বিশ্বের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ রিয়াদ শহরের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনসাইড দ্যা হারামাইন। এছাড়া, দুই পবিত্র মসজিদ এবং সারাদেশের সব মসজিদে আজ আসরের নামাজের পর তার জন্য দোয়া করা হবে।

শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি। তিনি ১৯৯৯ সালে এই পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করছেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে।

তিনি ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির স্থায়ী সদস্য এবং প্রধান মুফতির পদে নিযুক্তি সরাসরি সৌদি আরবের বাদশাহের মাধ্যমে হয়। শেখ আব্দুল আজিজ আশ-শেখ বংশের একজন সদস্য, যা সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে ঐতিহাসিকভাবে গভীরভাবে যুক্ত। এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন ইসলামের প্রখ্যাত ধনী ওতাহাবী নেতা মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাব।

প্রধান মুফতির পদটি ১৯৫৩ সালে বাদশাহ আব্দুল আজিজ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সময়ে এটি বিলুপ্ত ও পুনঃস্থাপিত হয়েছে। শেখ আব্দুল আজিজ আল শাইখ দেশের ধর্মীয় ও সামাজিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুসলিম বিশ্বের ধর্মীয় নেতাদের মধ্যে একজন প্রভাবশালী চরিত্র হিসেবে বিবেচিত।

শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *