মঙ্গলবার, রাত ৩:০৬
২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি,

সোহরাওয়ার্দীতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ১৫ নভেম্বর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ নভেম্বর শনিবার কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে দেশজুড়ে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। মহাসম্মেলন সফল করতে দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা সার্বিক প্রস্তুতি নিচ্ছেন।

মহাসম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগমন করবেন খ্যাতনামা ইসলামী ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন— পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমূদ মাদানী,।পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট, সৌদি আরবের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মাক্কী, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শায়েখ মুসআব নাবীল, বিননূরী টাউন পাকিস্তানের নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিননূরী প্রমুখ।

দেশের শীর্ষ আলেমদের মধ্যেও উপস্থিত থাকবেন— হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, কওমি মাদরাসা সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল কাওমিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতী মুহাম্মাদ আব্দুল মালেক প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।

আয়োজক সূত্রে জানা গেছে, ঐতিহাসিক এ সমাবেশে লাখো মুসল্লির উপস্থিতিতে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবি জানানো হবে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *