মঙ্গলবার, বিকাল ৩:০৪
১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

সীমান্তে মিললো মালিকবিহীন ভারতীয় ৮৫টি মোবাইল ফোন

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে সাড়ে ২৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ৮৫টি ভারতীয় এনড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাতে উপজেলার গেড়াখালী সীমান্ত থেকে মালিক বিহীন অবস্থায় এসব মোবাইল ফোন গুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, কলারোয়া উপজেলার গেড়াখালী সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী ভারত থেকে মোবাইল ফোনের একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির একটি চৌকস অভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এসময় সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৮৫টি ভারতীয় এনড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের বাজার মূল্য সাড়ে ২৫ লাখ টাকা। তবে, চোরাকারবারীরা এসময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হননি বলে বিজিবি আরো জানান।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল ফোন গুলো সাতক্ষীরা কাস্টমস্ এ জমা দেয়া হয়েছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *