সাতক্ষীরায় শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্তম্ভের চারপাশে কিছু একটা ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতাও পাওয়া গেছে। সেখানে আগুনের আলামত ও পেট্রোলের গন্ধ মিলেছে। তবে স্তম্ভটি অক্ষত রয়েছে।
এদিকে, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, প্রশাসনের নাকের ডগায় আগুনের এমন ঘটনার পরও কাউকে শনাক্ত করতে না পারার ব্যর্থতার দায় পুলিশকে নিতে হবে।
তবে আগুনের ঘটনা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
কা/ত/মা