রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ ও মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গ্রীন রোডে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ক্বিরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের মহানগর নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি ও শিক্ষার প্রসারে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত জরুরি। এ ধরনের কার্যক্রম তাদের মেধা বিকাশ ও নৈতিক চেতনাকে জাগ্রত করে।
মুফতি আহসান শরীফ জানান, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন সবসময়ই সমাজের তরুণ প্রজন্মকে দ্বীন ও শিক্ষার আলোয় গড়ে তোলার জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আরও ব্যাপক পরিসরে আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
কা/ত/মা