‘অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে’ – পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য।
গতকাল বিকেলে চাটমোহর বালুচর মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।
জানা গেছে, শনিবার (১২ জুলাই) বিকালে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন দলের প্রাথমিক মনোনয়ন পাওয়ায় ও জনসভায় যোগ দিতে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’
চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম জানান, ঐ ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না। আর চাটমোহরে যেসব নেতারা তাকে এনে এমন মন্তব্য করালেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোনো উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড পরিচালিত হলে সে যত বড় নেতা হোন না কেন, আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এর সাথে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এমন বক্তব্য প্রদানের প্রেক্ষিতে চাটমোহর উপজেলা সহ সমস্ত দেশে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
কা/ত/মা
৫ Responses
Promote our products and earn real money—apply today! https://shorturl.fm/Ndnj5
Monetize your traffic instantly—enroll in our affiliate network! https://shorturl.fm/TVAvY
Partner with us for high-paying affiliate deals—join now! https://shorturl.fm/tL2uV
Your influence, your income—join our affiliate network today! https://shorturl.fm/d2t4x
Unlock exclusive rewards with every referral—apply to our affiliate program now! https://shorturl.fm/oPsWa