রবিবার, রাত ১০:১৫
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

প্রশংসা কুড়াচ্ছেন মার্চ ফর গাজা’র সময় টিভির লাইভে আলোচিত আলেম সাংবাদিক মুফতি আব্দুল্লাহ তামিম

ছবিতে সময় টিভির ইসলামিক বিভাগের সাংবাদিক মুফতি আব্দুল্লাহ তামিম 


বাংলাধ্বনি নিউজ ডেস্ক, ১৩ এপ্রিল, ২০২৫ | স্মরণকালের অন্যতম বৃহৎ গণজমায়েত ‘মার্চ ফর গাজা’র থেকে লাইভ রিপোর্টিং করে নেটদুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছেন সময় টিভির আলেম সাংবাদিক মুফতি আব্দুল্লাহ তামিম। 

 

শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে উপস্থিত থেকে তিনি দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় টিভিতে সরাসরি সম্প্রচারে রিপোর্ট পরিবেশন করেন।

 

লাইভ সম্প্রচারে তিনি সমাবেশের মূল উদ্দেশ্য ও তাৎপর্য অত্যন্ত সুচারুভাবে তুলে ধরে দক্ষতা ও মুনশিয়ানার পরিচয় দেন। সমাবেশ শেষ হতেই তার মাঠভিত্তিক রিপোর্টিংয়ের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা মুহূর্তেই ভাইরাল হয় এবং প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন এই তরুণ সাংবাদিক।

 

নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন, আলেম সাংবাদিকের এই মুনশিয়ানা সংবাদ জগতে নতুন বার্তা দিল। আরেকজন লেখেন, দাড়ি-টুপি পরেও সাংবাদিকতা করা যায়, এতে স্মার্টনেস নষ্ট হয় না।

একজন সিনিয়র সাংবাদিক নিজের টাইমলাইনে লিখেছেন, সম্ভবত বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম মূলধারার কোনো গণমাধ্যমে কওমি লেবাসে দাওরায়ে হাদিস ও ইফতা ডিগ্রিধারী কাউকে এমন লাইভ রিপোর্টিংয়ে দেখা গেল।

 

নিজেও এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, মিডিয়ায় কাজ করা আমার শুধু শখ নয়, বরং ঈমানি দায়িত্ব মনে করি। ২০১৫ সাল থেকে আমি সাংবাদিকতায় আছি। সময় টিভিতে দুই বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। গতবছর হজ কভারেজের জন্য সৌদি আরবে গিয়েছিলাম। সত্য ও ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, নেট দুনিয়ার আলোচনা চলবেই। যারা পজেটিভলি দেখছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই যেন ইসলামের কণ্ঠস্বর হয়ে আমরণ কাজ করে যেতে পারি।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *