বুধবার, বিকাল ৪:০৯
৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৭ হিজরি,

মধুপুরের পীরের বক্তব্য অসত্য, দয়া করে সংযত হোন: ধর্ম উপদেষ্টা

ওমরাহর নামে ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছেন, মধুপুরের পীরের এমন বয়ানকে কাল্পনিক ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘মধুপুরের পীরের বক্তব্য অসত্য, দয়া করে সংযত হোন’ শিরোনামে এক পোস্টে তিনি এ কথা জানান।

ড. আ ফ ম খালিদ হোসেন লেখেন, আমাকে কেন পালাতে হবে? আমি কী চোর? নাকি আমি তার অধীনে চাকরি করি। সৌদি সরকারের আমন্ত্রণে হজচুক্তি, হজ সেমিনার, হজ প্রদর্শনী, হাজীদের কোটা নির্ধারণ, পরিবহন কোম্পানি ও হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার জন্য জেদ্দা এসেছি।

তিনি আরও লেখেন, একই কারণে এবং একই সময়ে পৃথিবীর ১৫০টি রাষ্ট্রের উপদেষ্টা ও মন্ত্রীগণ সৌদি আরব এসেছেন। ইসলাম ও দাওয়াহ বিষয়ক অপর এক মন্ত্রীর সাথেও আমার মন্ত্রণালয়ের টিম নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা নির্ধারিত আছে।

ধর্ম উপদেষ্টা লেখেন, জাতির যারা নেতৃত্ব দিতে আগ্রহী, তাদের অবশ্য মাত্রাজ্ঞান ও বাক সংযম প্রয়োজন। প্রত্যেককে তার নিজের সীমার মধ্যে থাকা জরুরি।

উল্লেখ্য, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। ওই সম্মেলনে দাওয়াত দেয়া হয়েছিল ধর্ম উপদেষ্টার। তবে সরকারি কাজে সৌদি আরবে যাওয়ায় মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) এক সমাবেশে ‘ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছেন’ বলে ক্ষোভ প্রকাশ করেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *