ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুফি আবু ইউসুফ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষ আলেম-ওলামা এবং বিশিষ্ট অতিথিরা এতে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মুফতী আলী আজম কাসেমী, সঞ্চালনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব ওসমানী। বয়ানকারীরা রাসূলুল্লাহ-এর জীবন, নৈতিক শিক্ষা ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সীরাত থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান আলোচকদের মধ্যে ছিলেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা জুনায়েদ আল হাবিব, মুফতী হাবিবুল্লাহ আরমানী (পাকিস্তান), মুফতী ফায়সাল হাবিবী, মুফতী আবদুল্লাহ আল জিলানী, মুফতী দীন মোহাম্মদ আশরাফ, মুফতী মেরাজুল হক মাজহারী, মুফতী ছগির আহমেদ, মুফতী বুরহানুদ্দীন কাসেমী, মুফতী মারুফ কাসেমী, মুফতী আমজাদ হোসাইন আশরাফী, মুফতী ইউছুফ আল হাবিব ও মুফতী জুনায়েদ কাসেমী প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা, হাফেজ এমদাদুল্লাহ সিরাজী, মাঃ আব্দুল আজিজ, কারী নুরুল ইসলাম লাল বাদশা, জনাব জহিরুল ইসলাম, জনাব আলী আজম এবং মোঃ নুর আলম (শান্ত নুর)।
কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি সমসাময়িক সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সীরাত থেকে শিক্ষা গ্রহণের বার্তা দেওয়া হয়।
কা/ত/মা