রবিবার, রাত ১:১৮
৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

বিচার বিভাগকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে: প্রধান বিচারপতি

বিচার বিভাগ শুধুমাত্র ঐতিহ্যের শক্তিতে টিকে থাকতে পারে না। এটিকে সময়ের সাথে প্রাসঙ্গিক হতে হয়। আর সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে হলে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (৮ নভেম্বর) টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, সংস্কারের মূল লক্ষ্য প্রশাসনিক নয় বরং নৈতিক। যাতে প্রতিষ্ঠান ক্ষমতাকে নয় মানুষকে সেবা দেয়। পাশাপাশি বিচার বিভাগ যাতে জনগণের আস্থার নৈতিক অভিভাবকে পরিণত হয়।

তিনি আরও বলেন, গত পনেরো মাসে বিচারব্যবস্থার স্বায়ত্তশাসন, দক্ষতা বৃদ্ধি ও জনগণের বিচারপ্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তরের উদ্যোগ নিয়েছি। এই কার্যক্রম এখনো চলমান রয়েছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *