রবিবার, সকাল ৭:৩৭
১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

‘বলল খেয়াল রাইখেন আ.লীগ যেন না আসে, আর তলে তলে ভোট নিয়ে নিল’

ডাকসু নির্বাচন-পরবর্তী নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামায়াতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে’ শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, ‘আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসল। আমার তো হিসাব মেলে না ভাই।’

এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন মির্জা আব্বাস। এর কারণও ব্যাখ্যা করেন তিনি। বলেন, যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার বলেন যে, ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল।’

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *