শনিবার, বিকাল ৫:২৯
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

নেইমার-ভিনিসিয়ুস নেই, ব্রাজিলের জয়ে আছে ‘মেসি’র গোল

নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোসহ দলে ছিলেন না অনেক তারকা। নতুন কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলে, সেদিকেই ছিল ছিল সমর্থকদের। সমর্থকদের অবশ্য একেবারেই নিরাশ করেনি ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন অঞ্চলের খেলায় সহজ জয় পেয়েছে সেলেসাওরা। চিলিকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এস্তাদিও দে মারাকানাতেও এক ‘মেসি’ ছিলেন। নাম তার এস্তেভাও উইলিয়ান। তবে ব্রাজিলে তিনি পরিচিতি মেসিনিও (ছোট মেসি) নামে। তিনি নিজেও মেসির বিরাট ভক্ত। সবশেষ ক্লাব বিশ্বকাপে মেসির মিয়ামির বিপক্ষে খেলেছেন, ম্যাচ শেষেই ছুটে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকার কাছে।

কাকতালীয়ভাবে ব্রাজিলের ‘মেসি’ও মারাকানায় গোল করলেন আর্জেন্টিনার লিওর মতো ম্যাচের ৩৯ মিনিটেই। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে ব্রাজিল। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না তারা। খেলার ৩৮ মিনিটে এস্তেভাওয়ের গোলেই ডেডলক ভাঙে ব্রাজিল।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে আরও দুটি গোল আদায় করে নেয় স্বাগতিকরা।

৭২ মিনিটে লুকাস পাকেতা ব্যবধান দ্বিগুণ করার ৪ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন গুইমারেস। ম্যাচে ফিরতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় চিলিকে।

ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই সেলেসাওরা দাপট দেখিয়েছে। ৬৫ শতাংশ বলের দখল রাখা ব্রাজিল ২২টি শট নিয়ে ৮টিই লক্ষ্যে রাখতে পেরেছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *