মঙ্গলবার, সকাল ১১:১৭
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ঢাবিতে কুরআনি মজমা ও কুইজ প্রতিযোগিতায় হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘শীতকালীন বইমেলা ২০২৫ (সিজন–০২)’।

৬ নভেম্বর (বৃহস্পতিবার) শুরু হয়ে চার দিনব্যাপী এ আয়োজন রোববার আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

তরুণ প্রজন্মের মাঝে কুরআনপ্রেম, ইসলামি জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বারাকাহ ফাউন্ডেশন বইমেলাকে ঘিরে আয়োজন করে ‘কুরআনী মজমা ও কুরআন কুইজ প্রতিযোগিতা ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হল থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন এ প্রতিযোগিতায়।

কুরআনের সাধারণ জ্ঞান, পাঠ ও অনুধাবনভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে বাছাই করা হয় বিজয়ীদের। সমাপনী দিনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ ও সামাজিক সংগঠকদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় কুরআন ও ইসলামি চিন্তা–দর্শন বিষয়ক গ্রন্থসহ লক্ষাধিক টাকার উপহার সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামি স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোস্তফা মনজুর এবং মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজি সানাউল্লাহ রাহমানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, কুরআনের সঙ্গে তরুণ প্রজন্মের সম্পর্ক যত দৃঢ় হবে, সমাজ তত আলোকিত হবে। আজকের এই আয়োজন প্রমাণ করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কুরআনকে জানতে, বুঝতে ও জীবনে ধারণ করতে চায়।

তিনি আরও বলেন, শুধু মেধাবী হওয়াই যথেষ্ট নয়; কুরআনের আলোয় নৈতিক ও মানবিক হওয়াই একজন প্রকৃত শিক্ষার্থীর সাফল্য। বারাকাহ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বারাকাহ ফাউন্ডেশনের মুখপাত্র মাওলানা মাহমুদুল হাসান সাগর বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের তরুণরা যেন কুরআনের আলোয় আলোকিত হয়ে নৈতিক ও মানসিকভাবে দৃঢ় হয়ে ওঠে। তাদের চিন্তায় ও কর্মে যেন মানবিকতার প্রতিফলন ঘটে, এই ছিল আমাদের প্রচেষ্টা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, মাওলানা ফজলে রাব্বি জুনায়েদ, মাওলানা এহসানুল হক, মাওলানা লুতফেরাব্বি আজহারি, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা জামালুদ্দিন মুহাম্মাদ খালিদ, মাওলানা মামুনুন বিন মাসউদ, মাওলানা যিমামুল হক, মাওলানা শাব্বির হাসান আল-হাদী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রাহাত হুসাইন প্রমুখ।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *