মঙ্গলবার, সকাল ১১:০৯
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ঢাকায় সাড়ে ৩ হাজার হাফেজ-আলেমকে পাগড়ি পরাবেন বিশ্বেবরেণ্য আলেমরা

আগামী ১৩-১৪ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-এর ৩১ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও দস্তারবন্দী এ মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামী স্কলারদের বয়ান করার কথা রয়েছে।

জামিয়াতু ইবরাহীম প্রতিষ্ঠার তিন দশক উপলক্ষে সাবেক ছাত্রদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য এ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণকারী সাড়ে তিন হাজার হাফেজ, আলেম ও মুফতির মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেয়া হবে।

কর্তৃপক্ষের সূত্র মতে- পঞ্চাশ হাজার লোকের অবস্থানের মতো সুবিশাল প্যান্ডেল ও যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, প্রথম দিন (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া দস্তারবন্দী সম্মেলন শুক্রবার রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশবাসীকে সম্মেলনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে দোয়া কামনা করেছেন।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের উল্লেখযোগ্যরা হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি, দেশটির বরেণ্য আলেম মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী, শায়খ আব্দুর রউফ মাক্কী, পাকিস্তানের মাওলানা ইলিয়াস ঘুম্মান ও মাওলানা আওরঙ্গজেব ফারুক, যুক্তরাজ্যের ডক্টর মুফতি আব্দুর রহমান মাঙ্গেরা, মাওলানা মাহমুদুল হাসান রাজস্থানী, মাওলানা শেখ আহমদ মুফতি সৈয়দ রেজাউল করিম, মাওলানা মাহফুজুল হক, নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মামুনুল হক প্রমুখ।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *