বৃহস্পতিবার, সকাল ৮:১৬
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযানে দুটি শটগান-২০ রাউন্ড গুলি জব্দ

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোল চত্বরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এই অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

অভিযান চলাকালে দুটি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দুটি নোহা গাড়ি তল্লাশি করে ২০ রাউন্ড গুলি ও দুটি শটগান জব্দ করা হয়।

অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং নিয়ম ভঙ্গের অভিযোগে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারণে একটি নোহা গাড়ি হতে দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান শেষে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তাও পৌঁছানো হয়।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *