শনিবার, বিকাল ৫:২৯
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

জামিয়া দারুল উলূমের ছাত্রের হঠাৎ মৃত্যু, ছাত্র সংসদের শোক

জামিয়া দারুল উলূম মিরপুর ঢাকার নাহবেমীর জামাতের শিক্ষার্থী ও ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম (১৮) আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে স্ট্রোকের ফলে হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ছাত্র সংসদের সভাপতি মাওলানা মাজেদুল ইসলাম, ভিপি মাওলানা আব্দুল্লাহ আহমাদ আনাস, জিএস মাওলানা ইমরান হুসাইন এবং এজিএস মাওলানা ত্বহা মাহমুদ ও মাওলানা আহসানুল্লাহ।

নেতৃবৃন্দ বলেন, “মরহুম আশরাফুল ইসলাম ছিলেন বিনয়ী, মেধাবী ও আদর্শনিষ্ঠ শিক্ষার্থী। ছাত্র সংসদের কর্মকাণ্ডে তাঁর আন্তরিক অংশগ্রহণ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর হঠাৎ মৃত্যু জামিয়ার ছাত্রসমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *