বৃহস্পতিবার, রাত ২:০৫
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

তরুণদের উদ্যোগে আগারগাঁওয়ে ৫০০ গাছ বিতরণ কর্মসূচি

রাজধানীতে সবুজ প্রেমিদের মিলনমেলা
ফাইল ছবি 
সিনিয়র প্রতিবেদক : পরিবেশ রক্ষার প্রত্যয়ে শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বৃক্ষ মেলায় ৫০০ গাছ বিতরণ কর্মসূচি।

এই আয়োজনের উদ্যোক্তা তরুণ সবুজপ্রেমী মারুফ হাসান ও তার সহযোদ্ধারা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০০টি চারাগাছ বিতরণের উদ্যোগ। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে যুক্ত হয়েছেন আরও অনেক পরিবেশবান্ধব মানুষ, সংগঠন ও তরুণ কর্মীরা।

 

জানা গেছে, আগামী ১৮ জুলাই শুক্রবার, জাতীয় বৃক্ষ মেলার মাঠে বসছে একসবুজ ভালোবাসার উৎসব— “সবুজ বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশপ্রেমী, প্রান্তিক উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেবেন এ আয়োজনে।

মারুফ হাসান বলেন, ‘আমার স্বপ্ন, প্রতিটি মানুষ অন্তত একটি গাছ নিজের হাতে রোপণ করুক। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকেরই কিছু দায় আছে। এই দায় থেকেই এই পথচলা।’

 

তিনি আরও বলেন, গাছ শুধু ছায়া দেয় না, দেয় জীবন ও বাঁচার উপায়। এই উপলব্ধি থেকেই গড়ে ওঠা আয়োজনটি একদিকে যেমন জনসচেতনতা বৃদ্ধির হাতিয়ার, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সবুজ পৃথিবী গড়ে তোলার সংগ্রাম।

গাছ বিতরণ ছাড়াও এ দিনে থাকবে পরিবেশ সচেতনতা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা, সবুজ উদ্যোগের গল্প এবং অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ।

 

/কাতমা

Facebook

৫ Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *