লক্ষীপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হেফাজতে ইসলাম লক্ষীপুর জেলা শাখার প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকট উত্তরণে ইসলামী নেতৃত্ব ও ঐক্যের বিকল্প নেই। তারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দ্বীনি মূল্যবোধ ও ইসলামি রাজনীতির ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এ ধরনের সম্মিলিত অংশগ্রহণই প্রমাণ করে— দেশের ইসলামপ্রেমী দলগুলো জনগণের কল্যাণে একটি বৃহত্তর ঐক্যের দিকে অগ্রসর হচ্ছে।
কা/ত/মা