শনিবার, সকাল ৭:৪৫
৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৭ হিজরি,

আগুন–ককটেল হামলাকারীদের বিরুদ্ধে এলো কঠোর নির্দেশনা

যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি প্রয়োজনে গুলি করার নির্দেশও দিয়েছেন। রোববার (১৬ নভেম্বর) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এদিন বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন। তিনি বলেছেন, যারা মানুষ ও পুলিশ সদস্যদের ওপর ককটেল হামলা করবে এবং যানবাহনে আগুন দেবে, আত্মরক্ষার্থে যেন তাদেরকে প্রতিহত করা হয়।

এর আগে, গত ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করার নির্দেশনা দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এমনকি গত আগস্টেও সিএমপি কমিশনার একইভাবে বেতার বার্তায় পুলিশের কোনো টহল দলের সামনে কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারকে ঘিরে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন ও ককটেল মারার ঘটনা ঘটছে।

/কাতমা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *