শুক্রবার, রাত ২:১২
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন ছাত্র সংগঠনের লাঠি মিছিল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যেও সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সবকিছু স্বাভাবিক ছিল। দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ছিল, রেলপথে ট্রেন চলাচল চালু ছিল এবং নৌ-বন্দর ও স্থলবন্দরগুলিতে আমদানি-রফতানি কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি লাঠি মিছিল বের হয়। মিছিলটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শহরের ট্যাংকের পাড় এলাকায় শেষ হয়।

সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। সবকিছু মিলিয়ে জেলা শহরের পরিবেশ প্রতিদিনকার মতো স্বাভাবিক ছিল।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *