শুক্রবার, রাত ৪:৪২
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

রেললাইনে আটকা পড়লো ন‌সিমন, ঠেলে নিয়ে গেলো ট্রেন

রাজবাড়ীর কালুখালীতে অবৈধ লেভেল ক্রসিংয়ে আটকে যায় একটি ইঞ্জিনচালিত নসিমন। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে-মুচড়ে গেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোমল পানীয় ভর্তি একটি ইঞ্জিনচালিত নসিমন কালিকাপুর রেলব্রিজ সংলগ্ন তালতলা রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে রেললাইনে আটকে যায়। তখন চালক নসিমনটি চালু করতে ব্যর্থ হলে তিনি রেললাইন থেকে দ্রুত সরে যান। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রেললাইনে আটকে থাকা নসিমনকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং মালামালসহ পাশের খালে ছিটকে পড়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা (জিআর‌পি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে বলেন, এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল অর‌ক্ষিত ছিল এবং ‌সে‌টি অবৈধ রেলক্রসিং। এখন রেল চলাচল স্বাভাবিক বলে জানান তিনি।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *