শুক্রবার, রাত ৪:২৬
৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহর ৫৪তম জন্মদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের আজকের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন অজস্র দর্শকের এই স্বপ্নের নায়ক।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যু হয় তার। অল্প কয়েক বছরের জীবনে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক এবং গুটি কয়েক বছরের ক্যারিয়ারে অভিনয়গুণে জায়গা করে নেন দর্শকহৃদয়ে। তবে এখনো তার সেই অভিনয় দক্ষতার প্রভাব বেশ বিস্তৃত। আর মৃত্যুর এতবছর পরও তার তারকাখ্যাতি যেন আকাশসমান।

সালমান শাহ পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে যারাই এসেছেন, তারা জানিয়েছেন, সালমান শাহই তাদের অনুপ্রেরণার প্রধান ছিলেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় দেখা গেছে তাকে। প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। অভিনয়গুণে অভিষেকেই বাজিমাত করেন তিনি।

সালমান শাহকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। দর্শক ও সিনেমাপ্রেমিরা মনে করেন, অল্প সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে এলেও অভিনয়ের জন্য অনন্য ছিলেন সালমান শাহ। অভিনয় দিয়েই সবার হৃদয়ে দাগ কেটেছেন তিনি। যে দাগ তার প্রস্থানের এতবছর পরও সব হৃদয়ে সমুজ্জ্বল।

সালমান শাহর প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন।

এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৩টি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *