শুক্রবার, সন্ধ্যা ৬:৩২
৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি,

মে মাস জুড়ে যেমন থাকবে আবহাওয়া

মে মাসজুড়ে সারাদেশে তাপপ্রবাহ, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে এস এম কামরুল হাসানের দেওয়া মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়াও এ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাধী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।  সংস্থাটি আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭.৯°সেলসিয়াস), মাঝারি (৩৮-৩৯.৯°সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০°সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রাও স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে পুরো মাস জুড়ে এছাড়াও মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *