শুক্রবার, সকাল ১০:৪৯
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ

নেদারল্যান্ডস টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে। সেই চ্যালেঞ্জ নিয়ে আগে ব্যাট করে রানের বন্যা গড়তে চাচ্ছে টাইগাররা। কিন্তু তাদের সেই চাওয়ায় বাগড়া দিলো বৃষ্টি।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরুর পরই নামে বৃষ্টি।

৪.১ ওভারে এক উইকেট হারালেও দ্রুত গতিতে রান তুলেছে বাংলাদেশ। মাত্র ২৫ বলে স্কোরবোর্ডে ৬০ রান জমা করেন অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান ও তাওহিদ হৃদয়রা। এরপর বৃষ্টি শুরু হলে খেলা আপাতত বন্ধ।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বেঞ্চের শক্তি পরীক্ষার বড় মঞ্চ।

বাংলাদেশের একাদশে আজ এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *