অসুস্থ হয়ে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, জামিয়া দারুল উলূম মিরপুর ঢাকা ও জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জুনায়েদ আল হাবীব।
খবর পেয়ে হাসপাতালে একজন দূতকে ফলের ঝুড়ি উপহার পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ সেপ্টেম্বর) মাওলানা জুনায়েদ আল হাবীবের শারীরিক খোঁজখবর নিতে তারেক রহমানের পক্ষ থেকে হাসপাতালে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
মাওলানা জুনায়েদ আল হাবীব হেফাজত ও জমিয়তের প্রভাবশালী নেতা। আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপি জোটের হয়ে তিনি নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
কা/ত/মা