শুধু ভারতেই নয়, বলিউডে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে প্রেমের গল্পভিত্তিক সিনেমা ‘সাইয়ারা’। চমকপ্রদ তথ্য হলো— প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনো ধরনের প্রচারণা ছাড়াই এই সিনেমা ইতোমধ্যে আয় করে ফেলেছে প্রায় ৪০৪ কোটি টাকা।
মুক্তির দুই সপ্তাহেরও কম সময়ে এমন বিপুল সাফল্য অর্জন করে ‘সাইয়ারা’ ২০২৫ সালের সবচেয়ে সফল রোমান্টিক সিনেমাতে পরিণত হয়েছে। প্রচারণা নেই, সাক্ষাৎকার নেই— তবুও সিনেমাটি ব্লকবাস্টার!
ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির শুটিং, মুক্তির তারিখ কিংবা অভিনেতা-অভিনেত্রীদের কোনো তথ্যই আগে থেকে প্রকাশ করা হয়নি। সিনেমার প্রচারণায় ছিল না কোনো টেলিভিশন সাক্ষাৎকার, লাইভ বা সোশ্যাল মিডিয়া হাইপ তৈরির প্রচেষ্টা। সব কিছুই যেন ছিল নিঃশব্দে—তবুও ফলাফল, একেবারে বিস্ফোরক।
এমনকি, বড় বড় তারকাদের ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ইতোমধ্যে ভেঙে দিয়েছে ‘সাইয়ারা’। অনেক দর্শক সিনেমা দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন, কেউ কেউ জ্ঞান হারাচ্ছেন বলেও সামাজিক মাধ্যমে ভিডিও ও পোস্ট ঘুরছে।
যদিও এই আবেগের ঢেউ সবার বেলায় এক রকম নয়। বাংলাদেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ, যিনি ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারেন— তিনিও বসেছেন ‘সাইয়ারা’ দেখার জন্য। কিন্তু তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না— কান্না আসার জায়গাটা ঠিক কোথায়!
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, সাইয়ারা মুভি দেখতে বসছি। শুনলাম পুরো উপমহাদেশ নাকি এই মুভি দেখে কাঁদতে কাঁদতে পদ্মা-মেঘনা-যমুনা বানায় ফেলছে। এ কান্না কেবল লবণ ও জলের মিশ্রণ না। পিওর কান্না। যাই হোক, কান্নার তাত্ত্বিক বিশ্লেষণে এ মুহূর্তে না যাই।
তিনি আরও লিখেন, কেউ কি দয়া করে বলবেন, সাইয়ারা মুভির ঠিক কোন কোন জায়গায় আমাকে কাঁদতে হবে?
তার এই পোস্টে অনেকেই হেসে-খেলে মন্তব্য করছেন—আবার কেউ কেউ লিখেছেন, “দেখতে থাকুন, কান্না আপনাআপনি আসবে!”
সিনেমাটি ঠিক কীভাবে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে তা নিয়ে এখনো চলছে আলোচনা। সমালোচক ও বিশ্লেষকেরা বলছেন, সাইয়ারার আবেগঘন গল্প, ব্যতিক্রমধর্মী চিত্রনাট্য ও অননুমেয় উপস্থাপনা ভঙ্গিই দর্শকদের এতোটা নাড়া দিচ্ছে।
এক দিকে যখন বলিউডের অন্য সিনেমাগুলো কোটি কোটি টাকার প্রচারণা বাজেট নিয়েও মুখ থুবড়ে পড়ছে, তখন ‘সাইয়ারা’ যেন হয়ে উঠেছে নীরব বিপ্লবের নাম।
উল্লেখ্য, সিনেমাটি যে জনপ্রিয়তার শীর্ষে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই কান্নার রহস্য ভেদ করতে হলে দর্শকদের মতো প্রিন্স মাহমুদকেও পুরো সিনেমা শেষ করতেই হবে!
কা/ত/মা