বৃহস্পতিবার, বিকাল ৪:৪১
৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৭ হিজরি,

সহজ ম্যাচ কঠিন করে জিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

বাংলাধ্বনি নিউজ ডেস্ক: মিরপুরে ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৫ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। যদিও ১৫ রানে পাঁচ উইকেট পড়ার পর মনে হচ্ছিলো খুব সহজেই জিতবে বাংলাদেশ। তবে সহজ ম্যাচ শেষ পর্যন্ত কঠিন করে ৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

 

ব্যাটিংয়ে নেমে শুরুতেই অর্থাৎ ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান মো. নাঈম শেখ। তানজিদ তামিমের জায়গায় আজ খেলতে নেমেছিলেন তিনি। ৭ বল খরচায় করেছেন তিন রান।

এরপর পঞ্চম ওভারে পরাপর দুই উইকেট হারায় বাংলাদেশ। সালমান মির্জার ওই ওভারের প্রথম বলেই হাসান নাওয়াজের হাতে ক্যাচ তুলে ফিরে যান অধিনায়ক লিটন কুমার দাস। ৯ বলে তার অর্জন ৮ রান। একই ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে যান গত ম্যাচে দুর্দান্ত খেলা তাওহীদ হৃদয়। তিনি রানের খাতাই খুলতে পারেননি।

টিকতে পারেননি গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ওপেনার পারভেজ হোসেন ইমনও। একপ্রান্ত আগলে দেখেশুনেই ব্যাট করছিলেন তিনি। তবে পাওয়ার প্লে’র শেষ মুহূর্তে আহমেদ দানিয়ালের বলে ক্যাচ তুলে দেন ফাহিম আশরাফের হাতে। নো মিসটেক! সাজঘরে ফিরে যান ১৪ বলে ১৩ রান করে।

এরপর শেখ মেহেদী ও জাকের আলী ইনিংস বড় করার চেষ্টা করেন। তবে ২৫ বলে ৩৩ রান করে আউট হয়ে যান তিনি। এরপর ক্রিজে জাকের একাই লড়াই চালিয়ে যান। বাকিরা শুধু যাওয়া-আসার মধ্যেই ছিলেন।

শামিম ফিরে যান ১ রান করে। তানজিম সাকিব এবং রিশাদ ফেরেন যথাক্রমে ৭ ও ৮ রানে। শরিফুল শেষ ওভারে রান আউট হন। মোস্তাফিজ থাকেন ০ রানে অপারিজত। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে পাঁচটি ৬ ও এক চারের সাহায্যে করেন ৫৫ রান।

 

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১০ রানে অল আউট হয় পাকিস্তান। বাংলাদেশ সাত উইকেটের বিনিময়ে জিতে নেয় ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এক ম্যাচে এর চেয়ে বেশি রান আউট করেনি এর আগে। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। আর হারলে তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের ফলাফলের দিকে।

বিস্তারিত আসছে..

Facebook

১৯ Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *