শুক্রবার, রাত ১২:৩০
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

সরকার জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে: মামুনুল হক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের ঘোষণা দিয়ে সরকার জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকির মুখে ফেলেছে।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “একই প্রশ্নের মধ্যে আলাদা চারটি অংশ রেখে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না।”

মামুনুল হক আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন ও স্বতন্ত্র গণভোটের দাবিকে পূরণ না করে, তবে সেটি হবে আমাদের জন্য হতাশাজনক এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ঝুঁকিতে ফেলার শামিল।”

তিনি জানান, শিগগিরই দলীয় ফোরাম ও আন্দোলনরত আট-দলীয় জোটের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *