শুক্রবার, বিকাল ৪:২৪
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

শ্রীপুরে ছিনতাইকারী হাতে ছিনতাইকারী নিহত

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে আটক করেছে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মাওনা উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।

নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক শনিবার (৯ আগস্ট) সকালে সময়ের কণ্ঠস্বরকে জানান, রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়ার চা ঘর’ নামে একটি অস্থায়ী দোকানের পাশে কয়েকজন যুবক ঘুমাচ্ছিলেন। চটের বিছানায় ঘুমানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে রাকিব ও রবিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিব জুয়েলের বুকে ছুরি দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা আহত জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের নামে পূর্বে ছিনতাইয়ের মামলা আছে।

খবর পেয়ে টহলরত পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *