শুক্রবার, রাত ১২:১৬
৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি,

শাপলা চত্বর ট্রাজেডি: বাংলাধ্বনি সম্পাদক জাকারিয়া মাহমুদকে সম্মাননা

শাপলা চত্বর ট্রাজেডিকে স্মরণ করে গণমাধ্যমে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাধ্বনি-এর সম্পাদক জাকারিয়া মাহমুদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে শাপলা স্মৃতি সংসদ।

শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, শাপলা চত্বরের ঘটনার সত্য তুলে ধরতে এবং দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার জন্য জাকারিয়া মাহমুদকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

সম্মাননা গ্রহণের পর জাকারিয়া মাহমুদ বলেন,

“গণমানুষের কথা বলাই আমার দায়িত্ব। শাপলা চত্বর ট্রাজেডি আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়, সত্যকে লিপিবদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। এই সম্মান আমাকে আরও অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *