রবিবার, রাত ১:১৪
৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

শরতের শুরুতেই তেঁতুলিয়ায় ধরা দিলো কাঞ্চনজঙ্ঘা

পঞ্চগড় প্রতিনিধি:

শরতের শুরুতেই বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। নীল আকাশে ভাসমান সাদা মেঘ আর হিমালয়ের রূপ একসাথে মিলেমিশে সৃষ্টি করছে অপূর্ব সৌন্দর্য।

স্থানীয় তরুণ আলোকচিত্রী শামীম ইসলাম জানান, এবারের শরতে আকাশ বেশ পরিষ্কার থাকায় ঘরের পাশের খোলা মাঠ থেকেই সহজে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সকাল ও বিকেলে পর্বতের দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে ধরা দিচ্ছে ক্যামেরার লেন্সে।

শরতের এ সৌন্দর্য উপভোগ করতে ইতোমধ্যেই পঞ্চগড়মুখী হচ্ছেন অনেক ভ্রমণপিপাসু। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার এমন রূপ দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দ নিয়ে এসেছে। তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত, ডাকবাংলো চত্বর ও বিভিন্ন খোলা মাঠ এখন পর্যটকদের ভিড়ে মুখর।

প্রকৃতিপ্রেমীদের কাছে তাই তেঁতুলিয়া এখন এক আকর্ষণীয় ভ্রমণগন্তব্যে পরিণত হয়েছে। শরতের নীল আকাশ, শ্বেতশুভ্র মেঘমালা আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য যেন সবার জন্য উন্মুক্ত এক প্রাকৃতিক ক্যানভাস।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *