শুক্রবার, দুপুর ১:৩৭
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

রাজধানীতে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সিরাতুন্নবী মহাসম্মেলন

রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আগামী শুক্রবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন। সকাল ৮টা থেকে রাত পর্যন্ত চলবে এ মহাসম্মেলন, যেখানে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।

জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন এর সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মুফতি মুজিবুর রহমান এর আহ্বায়কত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজাদ কাশ্মীরের মন্ত্রী ও আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ.-এর পৌত্র আল্লামা সায়্যিদ মাযহার সাঈদ শাহ। এছাড়া আরও উপস্থিত থাকবেন ইসলামী রূহানী মিশন পাকিস্তানের প্রতিষ্ঠাতা আল্লামা ড. মুহাম্মদ মাকসুদ এলাহী নকশবন্দী, ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

মহাসম্মেলনের সহ-সভাপতি মুফতি আমিমুল ইহসান বলেন, “মানুষের মধ্যে নবীজির ভালোবাসা ও সমাজে তাঁর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতিবছর আমরা এ সম্মেলন আয়োজন করি। এতে সাধারণ মানুষের মধ্যে গভীর আবেগ কাজ করে।”

তিনি দেশবাসীকে মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আরও বলেন, “নবীজির আদর্শের মধ্যেই মানুষের মুক্তি নিহিত। তাই সম্মেলনকে সফল করা আমাদের সকলের দায়িত্ব।”

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *