রবিবার, রাত ১:২২
৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

রহস্যময় ফোনকল: হুমকির মুখে মাওলানা জুনায়েদ আল হাবীব

অপরিচিত নাম্বার থেকে হঠাৎ করেই ফোন, ওপাশ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ—এরপর ভয়ংকর সব হুমকি! জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের সঙ্গেই ঘটেছে এ চাঞ্চল্যকর ঘটনা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তার খাদেম মাওলানা রাশেদ আহমদ।

ঘটনা প্রসঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “হুমকিদাতার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। হঠাৎ করেই এমনটা ঘটেছে। আমি তাকে ক্ষমার চোখে দেখছি, থানায়ও অভিযোগ করিনি।”

তবে তার আরেক খাদেম মাওলানা ইমরান বিন আখতার জানান, কল রিসিভ করার পরপরই এক ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালাগাল ও নানা হুমকি দেয়। “এ ঘটনায় আমরা শঙ্কিত। এখনো কলদাতার পরিচয় জানা যায়নি। ধারণা করছি, হুজুরের কোনো বক্তব্য তার অপছন্দ হওয়াতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করেছে।”

এ ঘটনায় ইতিমধ্যেই অনুসারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *