রংপুরের সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নির্যাতন ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে। এতে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে ‘মিট দ্যা র্যাব-১৩ সিও’ কর্মসূচি পালন করেছে গণমাধ্যমকর্মীরা।
বুধবার (১ অক্টোবর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে র্যাব-১৩ সদর দফতরের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালন করেন তারা।
সাংবাদিক নেতারা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ উপস্থাপন করে মামলা করা হয়েছে। ঘটনার ১১ দিন হলেও মাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কর্মূসচির নামে সাংবাদিকদের হুমকি দিচ্ছে আসামিরা।
তারা আরও বলেন, এই ঘটনায় রংপুরের সিটি করপোরেশনের মাত্র ৫ জনকে বদলি করা হয়েছে। এরমধ্যে এখনও তিনজন বদলিকৃত স্থানে যোগদান করেনি। বিষয়টি উদ্বেগজনক।
র্যাব-১৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মনজু করিম বলেন, সিনিয়র সাংবাদিক বাদলকে হেনস্তা করার বিষয়ে আমরা কনসার্ন। আসামিদের গ্রেফতারে আমরা ছায়া কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে। আসামিদের গ্রেফতারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার বাদলকে কাচারী বাজার থেকে রংপুর সিটি করপোরেশনে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠে।ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, সিটি করপোরেশনে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নিউজের জন্য ক্ষমতা চাইতে বাধ্য করার চেস্টা করা হয়।
পরে এ ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা সিটি করপোরেশনে ছুটে যায়। তখন সেখানের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান ফটক আটকে মব তৈরি করে সাংবাদিকদের মারধর ও হেনস্তা করেন বলেও অভিযোগ উঠে।
এরপর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময় কুমার সরকারসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন বাদল। মামলার পর রতন ও সাগর নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, সিটি করপরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা চারজনকে বদলি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মামলা থাকলেও কোনো বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়নি।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন।
কা/ত/মা