মঙ্গলবার, রাত ৮:২২
১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আল্টিমেটাম

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে পল্লবী ২ নং ওয়ার্ড ঈদগাহ মাঠে গোলাম কিবরিয়ার জানাজা পূর্ববর্তী বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও আসাদুজ্জমান খান কামালের যখন রায় হলো তার কিছুক্ষণ পরই কিবরিয়াকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এটি ফ্যাসিস্টদের চক্রান্ত। আমরা যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ছিলাম প্রত্যেকে আতঙ্কিত। কিবরিয়ার মতো কখন আমি শিকার হই বলা যায় না।

তিনি আর বলেন, এ ঘটনায় পুলিশের যেমন তৎপরতা থাকার কথা তেমন দেখছি না। উচিত ছিল সিসিটিভি দেখে মাটি খুঁদে আসামিদের নিয়ে আসা। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ধরতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা।

এর আগে সোমবার রাতে রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এলাকার একটি হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে দোকানের মধ্যে ঢুকে হেলমেট পরে কয়েকজন ঢুকে মুহুমুর্হু গুলি করে তাকে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *