পুলিশের বাধা উপেক্ষা করে মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল।
সকাল ৯ টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে।
শিক্ষার্থীদের দাবি হলো-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
মন্তব্য: দাবিগুলো সুস্পষ্ট, যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। এর সঙ্গে এটাও যুক্ত করা প্রয়োজন— যাদের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে জনবহুল এলাকায় প্লেন উড়ানো এবং অনিরাপদ, পুরাতন ও ঝুঁকিপূর্ণ প্লেন দিয়ে প্রশিক্ষণ চালানো হচ্ছিল, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। শুধু ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়া নয়, সমস্যার মূল শিকড়ে হাত দিতে হবে— না হলে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটবে।
১৩ Responses
https://shorturl.fm/TF4Kg
https://shorturl.fm/TF4Kg
https://shorturl.fm/Uab9v
https://shorturl.fm/jBc7T
https://shorturl.fm/fNf8B
https://shorturl.fm/f6cAZ
https://shorturl.fm/D3U7e
https://shorturl.fm/6uYu3
https://shorturl.fm/1vXKW
https://shorturl.fm/OWEas
https://shorturl.fm/oqyGw
https://shorturl.fm/9M701
https://shorturl.fm/11qPX