সোমবার, রাত ৯:০৬
১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

বাংলাদেশের মারুফ এবার লড়ছেন মক্কার বিশ্বমঞ্চে

সৌদি আরবের হারামে মক্কায় অনুষ্ঠিত ৪৫তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পূর্ণ হিফজুল কুরআন বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ আবদুল্লাহ আল মারুফ। তিনি মুফতি আবদুল কাইয়ুম মোল্লা পরিচালিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

ইসলামিক ফাউন্ডেশন তথা বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তিনি এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। হাফেজ আবদুল্লাহ আল মারুফ এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অস্ট্রিয়া বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। এছাড়া জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেন।

সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ)র তথ্য মতে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় ১২৮টি দেশের অন্তত ১৭৯ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

সৌদি ইতিহাসে এবারের প্রতিযোগিতায়ই সবচেয়ে বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ফাইনাল পর্ব ছয় দিনের পঞ্চম দিন মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশের প্রতিযোগী নির্ভুলভাবে সবগুলো প্রশ্ন পড়েছে।

তার সফলতার জন্যা দেশবাসীর নিকট তার প্রতিষ্ঠান ও বিশিষ্টজনরা দোয়া চেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ বলেন, ‘সৌদির সর্বশ্রেষ্ঠ সম্মান হলো পবিত্র কুরআনের সেবা করা এবং হাফেজদের সম্মান জানানো। এই ঐতিহ্য সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের রাজত্বকালে শুরু হয়ে বর্তমানে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পর্যন্ত অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় স্পষ্ট ও স্বচ্ছ মানদণ্ড নির্ধারণ করেছে। সৌদি আরব, উগান্ডা, মরক্কো এবং আলবেনিয়ার বিচারকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিচারক প্যানেল নির্বাচন করা হয়েছে।’

জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিজয়ীদের ৪০ লাখ রিয়াল পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি রয়েছে ১০ লাখ রিয়াল নগদ পুরস্কার, যা অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যে বিতরণ করা হবে।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *